উপার্জনক্ষম তিন ছেলের সকলেই বিয়ে করে পরিবার নিয়ে পৃথক হয়ে গেছেন। অশীতিপর বৃদ্ধ বাবা-মায়ের কোনো খোঁজ তারা রাখেন না। এমনি একটি পরিবারের পাশে দাড়িয়েছে ১ টাকায় জীবন ফাউন্ডেশন জীবন ফাউন্ডেশন, রায়গ্রাম ব্লকের সদস্যরা। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসিফুজ্জামান প্রান্তের নেতৃত্বে ব্লক কমিটির সদস্যরা সেই বৃদ্ধের বাড়িতে কাঁচা বাজার পৌঁছে দিয়েছেন। এভাবেই আপনাদের পাঠানো প্রতিদিনের ১ টাকায় আমরা লিখছি নতুন নতুন গল্প...
যেকোনো বয়স বা পেশার মানুষই ফাউন্ডেশনের সদস্য হতে পারেন।
সদস্য হোন: https://cutt.ly/1takayjibon
0 Comments