রাজধানীর বুকে ১ টাকায় জীবন ফাউন্ডেশন


দিনকে দিন বাড়ছে শীতের তীব্রতা। হতদরিদ্র মানুষগুলোর দুর্দশার পরিমাণও যেনো সমানতালে বেড়ে চলেছে। এই মানুষগুলোর অসহায়ত্বের কথা ভেবেই আজ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ১ টাকায় জীবন ফাউন্ডেশন সদস্যদের উদ্যোগে উদ্বোধন করা হলো “১ টাকায় জীবন - মানবতার দেয়াল”। এই ক্ষুদ্র প্রয়াসে যদি একজন মানুষও উপকৃত হন সেটিই আমাদের পরম সার্থকতা। আপনার ১ টি টাকা হতে পারে একটি জীবনের গল্প। বেঁচে থাকা, সফলতা ও সমাজ গড়ার গল্প। প্রতিদিন মাত্র ১ টি টাকা অনুদান প্রদান করে দেশের যে কোনো প্রান্ত থেকে হতে পারেন এই যাত্রার একজন সম্মানিত সহযাত্রী...

 

1 Comments

  1. সুন্দর উদ্যোগ এগিয়ে যাক প্রাণের সংগঠন টি

    ReplyDelete