বিধবা ঝালমুড়ি বিক্রেতার পাশে ১ টাকায় জীবন


প্রজেক্ট প্রয়াস - ০১ সুদীর্ঘ সাড়ে ১৮ বছর আগে স্বামীর মৃত্যুর পরে একমাত্র ছেলেকে নিয়ে নিরুপায় হয়ে স্বামীর রেখে যাওয়া ব্যবসার হাল ধরেন আমাদের আজকের গল্প যাকে নিয়ে সেই সাহসী নারী। সংগ্রামী, প্রবল আত্মসম্মানবোধ এবং অভাবের কাছে হার না মানার সাহস নিয়ে এখনো লড়াই যাচ্ছেন তিনি। একটি ভ্যান নিয়ে ঘুরেঘুরে ঝালমুড়ি আর ফুসকা বেঁচে যা সামান্য আয় হয় তাই দিয়ে কোনো রকমে সংসার চালাচ্ছেন। ব্যবসা আরেকটু বড় করা ও জীবিকা উপার্জনের সম্বল ভ্যানটির সৌন্দর্য বর্ধন করা তার দীর্ঘদিনের লালিত স্বপ্ন। তার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ১ টাকায় জীবন ফাউন্ডেশন। চাহিদা অনুযায়ী প্রথম দফায় তাকে ঝালমুড়ি ও ফুসকার উপকরণ, চকোলেট, বিস্কুট, চিপস সহ বেশকিছু খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। খুব শীঘ্রই তার ভ্যানটির সৌন্দর্য বর্ধনের কাজও শুরু করবো আমরা। প্রতিদিন মাত্র ১ টাকা অনুদান প্রদান করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনিও হতে পারেন এই যাত্রার একজন সম্মানিত সহযাত্রী। আপনার ১ টি টাকা হতে পারে একটি জীবনের গল্প। বেঁচে থাকা, সফলতা আর সমাজ গড়ার গল্প...


 

0 Comments