“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ সাগর অতল”
১ টাকায় জীবন ফাউন্ডেশন, যে সংগঠনটি প্রতিদিন তার সদস্যদের থেকে মাত্র একটি টাকা সংগ্রহ করে এমনি এক মহাসাগর বানানোর প্রয়াসী। যা সম্মিলিতভাবে পরিবর্তন আনতে পারে কোন অসহায় জীবনে।
এমনি একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘১ টাকায় জীবন ফাউন্ডেশন’। এ সংগঠনের সদস্যরা প্রতিদিন ১ টাকা হিসেবে মাসে ৩০ টাকা অনুদান দিচ্ছেন। এই অনুদানে কেউ পাচ্ছে খাবার, কেউ পাচ্ছে বই-খাতা, জীবিকা উপার্জনের সম্বল কিংবা প্রয়োজনীয় মানবিক সহায়তা।
আপনার ১ টি টাকা হতে পারে একটি জীবনের গল্প। বেঁচে থাকা, সফলতা আর সমাজ গড়ার গল্প।
প্রতিদিন মাত্র ১ টাকা অনুদান প্রদান করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনিও হতে পারেন এই যাত্রার একজন সম্মানিত সহযাত্রী...
আপনার ১ টি টাকা হতে পারে একটি জীবনের গল্প। বেঁচে থাকা, সফলতা আর সমাজ গড়ার গল্প।
প্রতিদিন মাত্র ১ টাকা অনুদান প্রদান করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনিও হতে পারেন এই যাত্রার একজন সম্মানিত সহযাত্রী...
0 Comments